আজ: বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ইং, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ মার্চ ২০২১, শনিবার |

kidarkar

কুষ্টিয়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় কর্মকর্তা বরখাস্ত

শেয়ারবাজার ডেস্ক: কুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) কুষ্টিয়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় রেলওয়ে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

আজ শনিবার সকালে রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক শাহিদুল ইসলাম ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

শাহিদুল ইসলাম জানান, গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়। উদ্ধার ও দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, রেলওয়ে ট্রলি মূল লাইনের ওপর তোলা হয়েছিল। কিন্তু এমন কথা ছিল না। এ কারণে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাহিদুল ইসলাম আরও জানান, এর মধ্যে লাইনচ্যুত হওয়া ৫টি বগির মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। এখনো ২টি উদ্ধার কাজ চলছে। সম্পূর্ণ উদ্ধার শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.