‘দুদকের যথেষ্ট ক্ষমতা রয়েছে’

জাতীয় ডেস্ক: বর্তমানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যথেষ্ট ক্ষমতা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির বিদায়ী চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন।
দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুদকের নখ-দাঁত নেই সেটি অনেক পুরাতন ও প্রাচীন কথা। এটি এখন আর নেই। দুদক যথেষ্ট ক্ষমতাশালী প্রতিষ্ঠান। যথেষ্ট ক্ষমতা রয়েছে।’
তিনি বলেন, ‘দুদকের সফলতা যদি কিছু থেকে থাকে তাহলে জনগণ, সুশীল সমাজ, এনজিও সবাই বিচার করবে। হয়তো আমরা অনেক কিছুই করতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করেছি। এই চেষ্টার যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি আমার।’
উল্লেখ্য, বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ২০১৬ সালের ১০ মার্চ দুদক চেয়ারম্যান হিসাবে তৎকালীন চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্থলাভিষিক্ত হন। দুদকের চতুর্থ চেয়ারম্যান হিসাবে মঙ্গলবার (৯ মার্চ) তার মেয়াদ শেষ হবে।
বিদায়ী চেয়ারম্যান স্বনামে-বেনামে কত হাজার টাকার এবং সম্পদের মালিক হয়ে বিদায় নিচ্ছেন তা দেখার জন্যও তো একটা কমিশন থাকা দরকার।
বিদায়ী চেয়ারম্যান স্বনামে-বেনামে কত হাজার কোটি টাকা এবং সম্পদের মালিক হয়ে বিদায় নিচ্ছেন তা দেখার জন্যও তো একটা কমিশন থাকা দরকার।