আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ জানুয়ারী ২০১৫, রবিবার |

kidarkar

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন শাকিল রিজভী

Sakil-Rizviশেয়ারবাজার রিপোর্ট:  ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দ্বিতীয় দফা নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন মো. শাকিল রিজভী। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ব্যবস্থাপনা ও মালিকানা পৃথককরণ (ডিমিউচুয়ালাইজেশন) পরবর্তী ডিএসইর পরিচালক পদে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ নিতে শাকিল রিজভী গত ১৫ জানুয়ারি মনোনয়পত্র সংগ্রহ করেন। ডিএসইর নির্বাচনী তফসিল অনুযায়ী ১৮ জানুয়ারি বিকেল ৩টা পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহের শেষ সময় ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়পত্র সংগ্রহ না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী থাকছে না। তাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায়  পরিচালক পদে নির্বাচিত হবেন তিনি।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে ডিএসইর তিন শেয়ারহোল্ডার পরিচালকের সঙ্গে আলোচনা করে পরিচালক শাকিল রিজভী বর্তমান পদ থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তবে শাকিল রিজভীকে নির্বাচনে অংশগ্রহণের অনুরোধ জানান অধিকাংশ স্টেকহোল্ডার ও বর্তমান পরিচালকরা, যার পরিপ্রেক্ষিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বলে শাকিল রিজভী জানান।

উল্লেখ্য, ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে, দ্বিতীয় দফায় (২০১৫ সালে) ডিএসইর পর্ষদে নির্বাচিত চারজন পরিচালকের মধ্যে থেকে একজনকে অবসর নিতে হবে। আর ওই পদেই নির্বাচন হবে। একইভাবে তৃতীয় দফায়ও (২০১৬ সালে) নতুন নির্বাচিত পরিচালক বাদে তিনজনের মধ্যে থেকে একজন অবসরে যাবেন এবং ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চতুর্থ দফায় (২০১৭ সালে) ডিএসইর তিনজন পরিচালকের মেয়াদ তিন বছর সম্পন্ন হওয়ায় চারজনের মধ্যে থেকে দু’জনকে অবসরে যেতে হবে। ফলে দু’টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর অর্থাৎ ২০১৮ সালের পর থেকে প্রতি বছর ডিএসইতে দু’জন পরিচালক অবসরে যাবেন এবং তাদের শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ারবাজার/অ

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.