মিয়ানমারে আটকে পড়া বিক্ষোভকারীরা মুক্তি পেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনের একটি এলাকায় নিরাপত্তা বাহিনীর হাতে আটকে পড়া অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা মুক্তি পেয়েছেন। সোমবার (৮ মার্চ) দেশটির সেনাবাহিনী আটক করেছিল কয়েকশ বিক্ষোভকারীকে।
আজ মঙ্গলবার বিবিসির খবরে বলা হয়, একজন বিক্ষোভকারী জানান, দেশটির স্থানীয় সময় সকাল ৬টা ৩০মিনিটে তাকে তার এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া তার সঙ্গে থাকা আরও ৪০ জনকে যে তারা আটক করেছেন, তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
ইয়াঙ্গুনের সানচুয়াং জেলার চার-রাস্তার এলাকা ছেড়ে শহরের অন্য কোথাও যেতে সোমবার প্রায় দুইশ জন বিক্ষোভকারীকে বাধা দেওয়া হয়েছিল। এ ব্যাপারে জাতিসংঘের মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, আটক করা বিক্ষোভকারীদের অধিকাংশই নারী ছিলেন যারা আন্তর্জাতিক নারী দিবসের সর্মথনে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন। জাতিসংঘ মিয়ানমারের জান্তা সরকারকে বিক্ষোভকারীদের ব্যাপারে সংযম হওয়ার আহ্বান জানিয়ে যাদের আটক করা হয়েছে, তাদের মুক্ত দিতে বলা হয়েছে।
I am no longer positive the place you’re getting
your info, however good topic. I must spend a while finding out much more or
figuring out more. Thanks for excellent information I used to be in search
of this info for my mission. asmr 0mniartist
If some one wants expert view on the topic of blogging then i recommend
him/her to visit this blog, Keep up the pleasant job. asmr (http://bitly.com/3tlsc2P) 0mniartist
Amazing blog! Is your theme custom made or did you download it from somewhere?
A design like yours with a few simple adjustements
would really make my blog shine. Please let me
know where you got your design. Bless you asmr (http://bitly.com/) 0mniartist