মার্কেন্টাইল ব্যাংকে মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত

শেয়ারবাজার ডেস্ক: মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি মানি লন্ডারিং এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক ভার্চুয়াল কনফারেন্স আয়োজন করে। ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট, প্রধান কার্যালয়ের বিভাগীয়/ইউনিট/সেল প্রধান, আঞ্চলিক প্রধান ও সকল শাখা প্রধানসহ মোট ২১৩ জন নির্বাহী ও কর্মকর্তা কনফারেন্সে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও বাংলাদেশ ফিন্যান্সিসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বি.এফ.আই.ইউ.)-এর প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান প্রধান অতিথি হিসেবে কনফারেন্স উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের গুরুত্ব এবং এক্ষেত্রে ব্যাংকারদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। কনফারেন্সে বি.এফ.আই.ইউ-এর জেনারেল ম্যানেজার মোঃ শওকাতুল আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। সভাপতির বক্তব্যে তিনি ব্যাংকের স্বার্থ ও সুনাম রক্ষার্থে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য অংশগ্রহণকারী সকলকে নির্দেশ দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ঈঅগখঈঙ শামীম আহমেদ। কনফারেন্সে ভার্চুয়াল সেশনসমুহ পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের বি.এফ.আই.ইউ-এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।
Appreciate the recommendation. Let me try it out.
Review my blog; http://www.friscowebsites.com/Redirect.aspx?destination=robitailleforgovernor.com
Just desire to say your article is as amazing. The clearness in your submit iis simply spectacular and i can assjme you are knowledgeable on thijs subject.
Well along with your permission alow me too grasp
your feed to stay updated with drawing close post.
Thank you 1,000,000 and plase contine the gratifying work.
Pump muscles site biceps
muscles