আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১২ মার্চ ২০২১, শুক্রবার |

kidarkar

টাঙ্গাইলে স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে পুলিশ সদস্য

জাতীয় ডেস্ক: টাঙ্গাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ সদস্য মো. জাফর ইকবালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক মনিরা সুলতানা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিষয়টি আজ শুক্রবার দুপুরে টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান নিশ্চিত করেছেন।

জাফর ইকবাল ময়মনসিংহ পুলিশ লাইন্সের নায়েক পদে কর্মরত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া ইউনিয়নের আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুস সামাদ সরকারের মেয়ে সোনিয়া আক্তারের সঙ্গে একই এলাকার মকবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য মো. জাফর ইকবালের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য মাদক সেবন করেন বলেও মামলায় উল্লেখ করেছেন তার স্ত্রী।

এছাড়া, অভিযুক্ত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ না করার হুমকি দিতেন। পরে ২০২০ সালের ২১ ডিসেম্বর মো. জাফর ইকবালের স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে এ মামলা করেন।

গতকাল ১১ মার্চ জাফর ইকবাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.