আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৫ মার্চ ২০২১, সোমবার |

kidarkar

সাতক্ষীরা সীমান্ত থেকে ২ কেজি স্বর্ণসহ আটক এক

জাতীয় ডেস্ক: সাতক্ষীরার লক্ষীদাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণসহ এক চোরা কারবারিকে গ্রেপ্তার করেছে।

আজ সোমবার সকাল ৭টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্ত থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।

সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক স্বর্ণ চোরা কারবারির নাম মো. হাফিজুল ইসলাম (৩৫)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা গ্রামে।

অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোমরা বিওপির একটি টহল দলের সদস্যরা সদর উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তে অভিযান চালায়। এসময় সকাল ৭টার দিকে সীমান্তের বেড়িবাঁধের কাছ থেকে হাফিজুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি প্যাকেটে রক্ষিত ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করে বিজিবি সদস্যরা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.