আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৩ মার্চ ২০২১, মঙ্গলবার |

kidarkar

নদী রক্ষায় এনার্জিপ্যাকের ৭ কোটি টাকা ব্যয়

শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন ৪৩৫টি নদী হুমকির মুখে এর মধ্যে ৫০ থেকে ৮০টি নদী বিপন্ন বলে বিবিসির এক সমীক্ষায় জানা গেছে। তবে নদী রক্ষায় আশার কথা হচ্ছে, কর্তৃপক্ষের পাশাপাশি দেশের বেশ কিছু দায়িত্বশীল প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড। এনার্জিপ্যাক বাংলাদেশ খুলনার দাকোপে অবস্থিত জি-গ্যাস এলপিজি প্ল্যান্ট এলাকার চালনা ও বাটিয়াঘাটা এলাকায় নদী রক্ষায় প্রায় ৭ কোটি টাকা ব্যয় করেছে। এই ব্যয়কৃত অর্থ নদী ও নদী তীরবর্তী অবকাঠামো ও গ্রামকে সুরক্ষিত রাখতে সহায়তা করবে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এই তথ্য জানিয়েছে।এই বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। নদী পরিষ্কার কর্মসূচিতে ২৫০ এরও অধিক মানুষ সম্পৃক্ত রয়েছে। নদী পরিষ্কারের এই উদ্যোগটি ২৫টি গ্রামের হাজারো পরিবারকে নানাভাবে উপকৃত করবে। ২০১৮ সাল থেকে শুরু হওয়া নদী পরিষ্কার কার্যক্রমটি প্রতিষ্ঠানটির প্ল্যান্ট বটিয়াঘাটা ল্যান্ডিং স্টেশনের প্রায় ১ হাজার ৫শ’ মিটার এলাকা জুড়ে চলমান রয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.