আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ মার্চ ২০২১, বুধবার |

kidarkar

করোনা ভাইরাস: রাত ৮ টার মধ্যে দোকান বন্ধের আহ্বান তাপসের

জাতীয় ডেস্ক: করোনা সংক্রমণ মোকাবিলায় রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার দুপুরে গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠে পরিদর্শন শেষে তিনি এই আহ্বান জানান।

তাপস বলেন, ‘আমি নগরবাসীর কাছে দুটি অনুরোধ করবো। একটি হলো, যেহেতু করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পাচ্ছে, তাই রাত ৮টার মধ্যে আপনারা সব ব্যবসাপ্রতিষ্ঠান, দোকান-পাট অবশ্যই বন্ধ করে দেবেন। এতে করোনার সংক্রমণ অনেকাংশেই কমে আসবে। দ্বিতীয় অনুরোধ হচ্ছে, আমরা যে খাল-জলাশয়গুলো পরিষ্কার করছি, আপনারা দয়া করে এসবে কোনো ধরনের বর্জ্য, ময়লা ফেলবেন না। যে পাম্প স্টেশনগুলো আমরা নিয়েছি, সেগুলো সচল করেছি ইতোমধ্যে। আমাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। আশা করছি, জলাবদ্ধতার বিষয়ে ঢাকাবাসীকে আগের চেয়ে সুফল দিতে পারবো।’

মেয়র বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে। ঢাকা শহর পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালন করে সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারবো। ’

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান প্রমুখ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.