আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৪ এপ্রিল ২০২১, রবিবার |

kidarkar

গাইবান্ধায় ঝড়ে মৃত‌্যু ৪ জনের

জাতীয় ডেস্ক: গাইবান্ধায় আজ রোববার প্রবল ঝড়ে গাছ ও ঘরচাপা পড়ে চারজনের মৃত‌্যু হয়েছে। তাদের মধ‌্যে সুন্দরগঞ্জ উপজেলার একজন, পলাশবাড়ীর দুজন ও ফুলছড়ির একজন।

গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন জানিয়েছেন, বিকেল ৪টার দিকে হঠাৎ করে ঝড় শুরু হয়। বিভিন্ন এলাকায় গাছ ও ঘরচাপা পড়ে অনেকেই হতাহত হয়েছেন। নিহতরা হলেন—আবদুল গাফফার, জাহানারা বেগম, ময়না বেগম ও শিউলি আকতার।

ঝড়ো হাওয়ায় গাইবান্ধা সদর,পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন স্থানে সহস্রাধিক ঘর ভেঙে পড়েছে। অনেক বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে। বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গাছ উপড়ে রাস্তার ওপর পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত গাইবান্ধা শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.