শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ বুধবার বিএসইসির ৭৬৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্র মতে, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে ও শেয়ারবাজারের উন্নয়নে প্রাথমিকভাবে ৬৬ টি কোম্পানিকে ফ্লোর প্রাইস সংক্রান্ত কমিশনের আদেশ নং বিএসইসি/সিএমআরআরসিডি/ ২০০১-০৭/০৪ তারিখ ১৯ মার্চ ২০২০ এর কার্যকারিতা হতে অব্যাহতি প্রদান করেছে। যা অবিলম্বে কার্যকর হবে।
কোম্পানিগুলোর নাম নিচে দেয়া হলো:-

সাধারণ ইনভেস্টরদের বের হওয়ার মতন সময় ও সুযোগ দেওয়া উচিত
আর এন ইংপিরিন শেয়ারের এঅবতা কেন এক সময় আর এন বলতেই পাগল ছিল এখনো আলোচনা করে এআবার ঘরে দারাবে তাই নাকি
সিদ্ধান্ত কার্যকরের আগে কমপক্ষে ১ মাস সময় দেয়া উচিৎ যাতে করি শেয়ার বিক্রি করে ফেলতে পারি
Rn chetar patpar amir 68 take kora kena halp me
সময় না দিয়ে হঠাৎ করে ৩০টা কোম্পানির সার্কিট
ব্রেকার উঠানো একদম সঠিক সিদ্ধান্ত হয়নি।
সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগের উপর যেন কোন রকম এফেক্ট না হয় তা চিন্তা করে সময় বেঁধে দিয়ে উক্ত আইন কার্যকর করলে ভাল হবে।