আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১১ এপ্রিল ২০২১, রবিবার |

kidarkar

বরিশালে ২ পক্ষের সংঘর্ষ: নিহত ১

জাতীয় ডেস্ক: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২ পক্ষের আধিপত্য বিস্তারের জের ধরে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এ ঘটনায় ১০-১২টি ঘর ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

আজ রোববার ভোররাত ৪টার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়ার সুলতানী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বিষয়টির সত‌্যতা নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল সর্দার (৩০) পার্শ্ববর্তী আশা গ্রামের বাসিন্দা। এবং হামলাকারীরা উলানিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

দক্ষিণ উলানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন জানান, আনুমানিক রাত ৪ টার দিকে কয়েকশ’ লোক একত্রিত হয়ে দেশীয় অস্ত্র সহকারে ওই গ্রামে হামলা চালায়। এসময় হামলাকারীরা ওই এলাকার দোকান ও ঘরবাড়ি ভাঙচুর করে। ওই এলাকার বাসিন্দারা প্রতিরোধ করতে গেলে তুমুল সংঘর্ষ হয়। এ সময় হামলাকারীদের আঘাতে সাইফুল সর্দার নিহত হন। কমপক্ষে ১০-১২ জন আহত হয়।

চেয়ারম্যান আরও জানান, সম্প্রতি স্থগিত হওয়া উলানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। এছাড়া, হামলাকারীরা চেয়ারম্যান প্রার্থী মিলন চৌধুরীর লোক এবং নিহত সাইফুল সর্দার চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের সমর্থক বলেও জানান তিনি।

ওসি আবুল কালাম জানান, সংঘর্ষ ও হতাহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.