আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জুন ২০১৫, রবিবার |

kidarkar

২২ কোম্পানির সেলার নাই: বায়ার সংকটে ১৭ কোম্পানি

halted_sharebazar_newsশেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন শুরুর প্রথম দুই ঘন্টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৯ কোম্পানির ক্রেতা-বিক্রেতার সংকট দেখা দিয়েছে। এর মধ্যে ১৭ কোম্পানির ক্রেতার সংকট দেখা দিয়েছে। অন্যদিকে ২২ কোম্পানির বিক্রেতার সংকট দেখা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ক্রেতার সংকট থাকায় ১৭টি কোম্পানি হল্টেড হয়। এগুলো হলো: ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ড (সর্বশেষ ইউনিট দর ৬৫ টাকা)  আজিজ পাইপস (১৯.৯০ টাকা), বিডি ফাইন্যান্স (১০.১০ টাকা), সিটি জেনারেল ইন্স্যুরেন্স (১২.৮০ টাকা), গ্লোবাল ইন্স্যুরেন্স (১৪ টাকা), যমুনা ব্যাংক (১০.৩০ টাকা), জনতা ইন্স্যুরেন্স (১৩ টাকা), কর্ণফুলী ইন্স্যুরেন্স (১৪.৪০ টাকা), কহিনূর কেমিক্যাল (৩২৯.৩০ টাকা), লিব্রা ইনফিউশন্স (৩৩৬.২০ টাকা), নর্দার্ণ জুট (১৯২.৬০ টাকা), প্রিমিয়ার লিজিং (১৫ টাকা), প্রাইম ব্যাংক (১৬.২০ টাকা), রহিমা ফুড (৩৪.১০ টাকা), শাইনপুকুর সিরামিক (৯.২০ টাকা), স্টাইলক্রাফট টেক্সটাইল (৮৫০ টাকা) এবং সানলাইফ ইন্স্যুরেন্স (সর্বশেষ শেয়ার দর ৩২.৩০ টাকা)।

এদিকে মঙ্গলবার ডিএসইতে ২২ কোম্পানি বিক্রেতার দিকে হল্টেড হয়। কোম্পানিগুলো হলো: অগ্রণী ইন্স্যুরেন্স (সর্বশেষ শেয়ার দর ১৪.৬০ টাকা), এশিয়া প্যাসেফিক ইন্স্যুরেন্স (১৬.১০ টাকা), কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স (১৩.৬০ টাকা), ডেল্টা স্পিনার্স (১১.৮০ টাকা), দুলামিয়া কটন (৭.৩০ টাকা), ইস্টার্ণ ইন্স্যুরেন্স (২৩.৭০ টাকা), ইস্টার্ণ লুব্রিকেন্টস (৩৪৮ টাকা), ইবিএল (২৬ টাকা), ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৬.২০ টাকা), ফাইন ফুডস (৯.৯০ টাকা), হাক্কানী পাল্প (৩৫ টাকা), ইমাম বাটন (৯.১০ টাকা), খুলনা প্রিন্টিং (২০.৩০ টাকা), লিগ্যাসি ফুটওয়্যার (২৪.২০ টাকা), প্যারামাউন্ড ইন্স্যুরেন্স (১৩.৪০ টাকা), পেনিনসুলা চিটাগ্যাং (২০.৯০ টাকা), প্রগতি লাইফ (৯১.২০ টাকা), প্রভাতী ইন্স্যুরেন্স (১৩.৯০ টাকা), রিলায়েন্স ইন্স্যুরেন্স (৪৭.৫০ টাকা), সমতা লেদার (১৭.৯০ টাকা), সোনারবাংলা ইন্স্যুরেন্স (১৬ টাকা) এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স (সর্বশেষ শেয়ার দর ২৩.৪০ টাকা)।

 

শেয়ারবাজারনিউজ/মু/সা

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.