আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ মে ২০২১, রবিবার |

kidarkar

রাবির ভিসি ভবনে তালা

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের বিরুদ্ধে বড় ধরনের ‘অনিয়মের’ আশঙ্কার অভিযোগ এনে ভিসি ভবনে তালা জুলিয়ে অবরুদ্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ও বর্তমান কমিটির নেতা-কর্মীরা।

জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় উপাচার্য ভবনে ফাইনান্স কমিটির একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু সভা শুরুর আগেই সকাল সাড়ে ৮টায় ভবনের মূল ফটকে তালা লাগায় আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে বন্ধ রয়েছে ফাইনান্স কমিটির সভা।

ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ‘অনিয়ম’ এর অভিযোগ এনে গত বছর ডিসেম্বরে শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়েছে। এতে দূর্নীতির সাথে যে তার সংশ্লিষ্টতা রয়েছে তা প্রমাণিত হয়েছে।’

তিনি বলেন, ‘উপাচার্য এম আব্দুস সোবহান তার মেয়াদের শেষ সময়ে এসেও দূর্নীতি করার চেষ্টা চালাচ্ছে। আমরা জেনেছি যে আজকে উপাচার্য ভবনে ফাইনান্স কমিটির একটি সভা রয়েছে। আর এই সভাকে ঘিরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অবৈধভাবে অর্থসংক্রান্ত কিছু বিল পাস করাবেন। এই বিলগুলোতে অনেক ধরনের অসঙ্গতি রয়েছে এবং আরও বড় ধরনের ‘অনিয়ম’ করবে বলে আমরা আশঙ্কা করছি। এজন্য আমরা মিটিং স্থগিতের দাবিতে উপাচার্চ ভবনের সামনে অবস্থান নিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ ফাইনান্স কমিটির একটি মিটিং ছিল, কিন্তু আন্দোলনকারীদের অবস্থানের কারণে কমিটির কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। ‘

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.