আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৬ মে ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

দর পতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১৪ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ১ বারে ১৩ লাখ ৪৮ হাজার ৯৪৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৯৪ বারে ১০ লাখ ৮৩ হাজার ২০৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৩১০ বারে ১০ লাখ ১৩ হাজার ৯৯৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ১১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬৫ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৩৬ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৫ দশমিক ৩৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ০২ শতাংশ, গ্রীণডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ৪ দশমিক ৮৭ শতাংশ ও জনতা ইন্স্যুরেন্সের শেয়ার দর ৪ দশমিক ৮৩ শতাংশ শেয়ার দর কমেছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.