আজ: মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ইং, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২১ জুন ২০২১, সোমবার |

kidarkar

ডিএসই’র বাজার মূলধনে রেকর্ড

শেয়ারবাজার ডেস্ক: যত দিন যাচ্ছে, ততই দেশের শেয়ারবাজার নতুন উচ্চতায় উঠছে। সূচক, লেনদেন ও বাজার মূলধনে ইতিহাস সৃষ্টি হচ্ছে।

সোমবার (২১ জুন) বাজার মূলধন ৫ লাখ ১৩ হাজার কোটি টাকা অতিক্রম করে রেকর্ড গড়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

সংশ্লিষ্টরা বলছেন, শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নানামুখী ইতিবাচক উদ্যোগ নেওয়ায় শেয়ারবাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা দিন দিন বাড়ছে। ফলে, দীর্ঘদিন শেয়ারবাজারের বাইরে থাকা বিনিয়োগকারীরা বাজারে আসছেন। বাজারে লেনদেন বাড়ছে। একই সঙ্গে বাজার মূলধনের পরিমাণ দিন দিন বেড়ে রেকর্ড সৃষ্টি হচ্ছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইতে সোমবার (২১ জুন) বাজার মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার ৮৭ কোটি ২১ লাখ টাকায়। এর মাধ্যমে নতুন ইতিহাস সৃষ্টি করেছে ডিএসই। এর আগে কখনো বাজার মূলধন এতটা বাড়েনি। এর আগে চলতি বছরের শুরুতে বাজার মূলধন ৫ লাখ কোটি টাকা অতিক্রম করলেও পরে তা বেশি দূর এগোতে পারেনি। বেশকিছু দিন ধরে বাজারে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় লেনদেন, সূচক এবং বাজার মূলধন ধারাবাহিকভাবে বাড়ছে। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাজার মূলধনে নতুন রেকর্ড গড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।

এদিকে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার ১২৫ পয়েন্টে পৌঁছেছে। ডিএসইতে এ সূচকটি ৩ বছর ৪ মাস ৭ দিন বা ৭৭০ কার্যদিবস পর ৬ হাজার ১০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি সূচকটি ৬ হাজার ১০২ পয়েন্টে অবস্থান করছিল।

বিনিয়োগকারীরা বলছেন, বর্তমান কমিশন বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। ফলে বিনিয়োগকারীরাও বাজারে বিনিয়োগ করতে আস্হা পাচ্ছেন। তাতে দিন দিন ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে শেয়ারবাজার। যদি এ ধারা অব্যাহত থাকে, তাহলে বাজার মূলধনের মতো সূচক ও লেনদেনেও নতুন রেকর্ড সৃষ্টি হবে।

২ উত্তর “ডিএসই’র বাজার মূলধনে রেকর্ড”

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.