আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ জুন ২০২১, শুক্রবার |

kidarkar

দেশে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু; এজনজরে কোন জেলায় কত আক্রান্ত

শেয়ারবাজার ডেস্ক: করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় ১০৮ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৩ হাজার ৯৭৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ হাজার ৮৬৯ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আট লাখ ৭৮ হাজার ৮০৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে নতুন আক্রান্তদের মধ্যে কোন জেলায় কতজন তা প্রকাশ করেছে অধিদপ্তর।

ঢাকা বিভাগ

রাজধানী ও ঢাকা জেলায় এক হাজার ৫৩৯ জন, ফরিদপুরে ১৩১ জন, গাজীপুরে ৯৩ জন, কিশোরগঞ্জে ৬৭ জন, নরসিংদীতে ১৭৫ জন, মাদারীপুরে ৫৪ জন, মুন্সীগঞ্জে আটজন, মানিকগঞ্জে নয়জন, রাজবাড়ীতে ৩২ জন, গোপালগঞ্জে ৬১ জন, টাঙ্গাইলে ১২৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ২৭৪ জন, কুমিল্লা জেলায় ১০৫ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১৪ জন, চাঁদপুর জেলায় ২৪ জন, খাগড়াছড়িতে ১৯ জন, রাঙামাটি জেলায় ১০ জন, কক্সবাজার জেলায় ৮৩ জন, বান্দরবানে ১২ জন, ফেনীতে ৩০ জন, লক্ষ্মীপুর জেলায় ১৬ জন ও নোয়াখালী জেলায় ১১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগ

সিলেট বিভাগের সিলেট জেলায় ১০৬ জন, মৌলভীবাজারে ৩৬ জন, হবিগঞ্জ জেলায় আটজন ও সুনামগঞ্জে পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগ

রংপুর বিভাগের রংপুর জেলায় ২৩ জন, গাইবান্ধা জেলায় ৩৫ জন, নীলফামারী জেলায় ১৮ জন, কুড়িগ্রামে ৩৬ জন, লালমনিরহাট জেলায় ১৫ জন, পঞ্চগড় জেলায় ২১ জন, ঠাকুরগাঁওয়ে ১০১ জন ও দিনাজপুরে ৯৫ জন আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগ

খুলনা বিভাগের খুলনা জেলায় ৩৩২ জন, যশোরে ৩৭০ জন, নড়াইলে ৩৮ জন, মাগুরায় ১০ জন, ঝিনাইদহে ১৭৯ জন, বাগেরহাটে ৭৩ জন, মেহেরপুরে ৪৫ জন, সাতক্ষীরায় ৪৮ জন, কুষ্টিয়ায় ১১১ জন, চুয়াডাঙ্গা জেলায় ১১৬ জন আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৬৮ জন, জামালপুর জেলায় ৩১ জন, নেত্রকোনায় ১৪ জন ও শেরপুর জেলায় ৫২ জন আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগ

বরিশাল বিভাগের বরগুনা জেলায় ৪০ জন, ঝালকাঠিতে ২৮ জন, বরিশাল জেলায় ৪০ জন, পিরোজপুরে ২৯ জন, ভোলায় দুজন, পটুয়াখালীতে ১৫ জন রোগী আক্রান্ত হয়েছে।

রাজশাহী বিভাগ

রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় সাতজন, নাটোরে ৭৮ জন, জয়পুরহাটে ৬১ জন, বগুড়ায় ১২৪ জন, পাবনায় ৭৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ৬৩ জন, সিরাজগঞ্জে ৪৫ জন ও নওগাঁয় ১২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.