আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৪ জুলাই ২০২১, শনিবার |

kidarkar

চলতি সপ্তাহে ২৯ কোম্পানির বোর্ড সভা

শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৯ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তারিখ অনুযায়ী কোম্পানিগুলোর সভার সময়।

২৫ জুলাই : প্রাইম ব্যাংকের বিকাল ৪টায়।

২৬ জুলাই : গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, ওয়ান ব্যাংকের বিকাল ৩টায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিকাল ৩টায়, লিনডেবিডির বিকাল সাড়ে ৩টায়।

২৭ জুলাই : আইপিডিসির বিকাল ৩টায়, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ডাচ-বাংলা ব্যাংকের বিকাল ৩টায়, বিডি ফাইন্যান্সের বিকাল সাড়ে ৫টায়, ইস্টার্ন ব্যাংকের দুপুর ২টায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের বিকাল পৌনে ৩টায়, হাইডেলবার্গ সিমেন্টের বিকাল পৌনে ৩টায়।

২৮ জুলাই : যমুনা ব্যাংকের বিকাল ৪টায়, রিলায়েন্স ইন্স্যুরেন্সের দুপুর আড়াইটায়, আরএকে সিরামিকের সন্ধ্যা ৭টায়, ডিবিএইচের বিকাল সাড়ে ৪টায়, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, ইউনিলিভারের বিকাল ৫টায়, রূপালী ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, পূবালী ব্যাংকের বিকাল সাড়ে ৩টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ৪টায়, বিএটিবিসির সন্ধ্যা ৭টায়, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, নিটল ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, ট্রাস্ট ব্যাংকের দুপুর ২টায়।

২৯ জুলাই : প্রাইম ইন্স্যুরেন্সের বিকাল ৩টায়, জনতা ইন্স্যুরেন্সের বিকাল ৪টায়, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের দুপুর ২টায় ও ব্র্যাক ব্যাংকের বোর্ড সভা বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বোর্ড সভায় লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আর প্রাইম ব্যাংক, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, লিনডেবিডি, আইপিডিসি, পপুলাল লাইফ ইন্স্যুরেন্স, ডাচ-বাংলা ব্যাংক, বিডি ফাইন্যান্স, ইস্টার্ন ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, যমুনা ব্যাংক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আরএকে সিরামিক, ডিবিএইচ, ইউনিলিভার, রূপালী ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, বিএটিবিসি, নিটল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংকের বোর্ড সভায় প্রান্তিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.