আজ: শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ইং, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৯ অগাস্ট ২০২১, সোমবার |

kidarkar

শেষ হাসির অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েই বাজিমাত বাংলাদেশের। মিরপুরে প্রথম ম্যাচে ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট ও তৃতীয়টিতে ১০ রানের জয় তুলে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা। এতে যেকোনও ফরম্যাটে প্রথমবার অজিদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দে মাতে লাল-সবুজরা। যদিও চতুর্থ ম্যাচে ৩ উইকেটে জয় তুলে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। এবার পঞ্চম ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় ছয়টায় মাঠে গড়াবে ম্যাচটি। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শেষ হাসি হাসার অপেক্ষায় বাংলাদেশ।

উইকেটের কারণে প্রতিটি ম্যাচই লো স্কোরিং হয়েছে। তবে চতুর্থ ম্যাচে এক ওভারে পাঁচটি ছয় হাঁকান ড্যান ক্রিশ্চিয়ান। এতেই ম্যাচ নিজেদের অস্ট্রেলিয়ার অভিজ্ঞ এই অলরাউন্ডারের চোখে ক্যারিয়ারের অন্যতম কঠিন বাংলাদেশের কন্ডিশন।

ক্রিশ্চিয়ানের ভাষায়, ‘আমার ক্যারিয়ারে এমন কন্ডিশন আর কোনোটির সঙ্গেই তুলনা চলে না। কঠিন যত কন্ডিশন দেখেছি, বাংলাদেশ ওপরের দিকেই থাকবে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য।’

বাংলাদেশের হয়ে চার ম্যাচে সাত উইকেট তুলে নজর কাড়া পারফরমেন্স করেছেন তরুণ শরিফুল ইসলাম। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই পেসার মনে করেন জাতীয় দলের সবাই নিজের ওপর বেশ আত্মবিশ্বাসী।

২০ বছর বয়সী শরিফুল বলেন, ‘আমাদের দলে এখন সবাই পারফর্ম করছে। সবাই সবার ওপর ভরসা রাখতে চায়, একজনের ওপর ছেড়ে দিচ্ছে না। এই জিনিসটা আসলে ভালো লাগে যে, কেউ কারো ওপর ভরসা করছে না, সবাই নিজের ওপর ভরসা করছে। একজন গেলে আরেকজন হাল ধরছে। এই ব্যাপারটা যত দিন থাকবে আমার মনে হয়, দলকে জয় এনে দেওয়া কঠিন হবে না।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.