আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৯ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

আফগানিস্তানে সকল সহযোগিতা স্থগিত করলো আইএমএফ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের জন্য সব ধরনের সহযোগিতা স্থগিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

তালেবান কাবুল দখল করে নেওয়ার প্রেক্ষাপটে দেশটির নতুন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়টি পরিষ্কার না হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। খবর বিবিসির।

আইএমএফের একজন মুখপাত্র বলেন,আফগানিস্তানে একটি সরকারের স্বীকৃতি দেওয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে স্পষ্টতার অভাবের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইএমএফের স্পেশাল ড্রয়িং রাইটসের (এসডিআর) তহবিল থেকেও আফগানিস্তান কোনো সহায়তা পাবে না বলেও জানান তিনি।

আইএমএফ মুখপাত্র বলেন, সবসময় যেমনটা হয়, আইএমএফ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গী অনুযায়ী পরিচালিত হয়।

২৩ অগাস্ট আইএমএফ থেকে ৩৭ কোটি ডলারেরও বেশি পাওয়া কথা আফগানিস্তানের। এই তহবিল অর্থনৈতিক সঙ্কটে দেওয়া সহায়তার একটি অংশ।

এর আগে বাইডেন প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে আফগান সরকারের কোনো সম্পদ থাকলে সেটা তালেবান পাবে না।

তালেবান যাতে যুক্তরাষ্ট্রের কোনো সহায়তা না পায় এক চিঠিতে মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলনের কাছে সে নিশ্চয়তা চেয়েছেন একজন কংগ্রেস সদস্য। ওই চিঠিতে সমর্থন দিয়ে ১৭ জনের স্বাক্ষর রয়েছে।

এর আগে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আজমল আহমাদি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে তার দেশের প্রায় ৭০০ কোটি ডলার থাকলেও সেখানে হাত দিতে পারছে না তার দেশ।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.