আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ অগাস্ট ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

বাংলাদেশ ব্যাংক ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাথে মার্কেন্টাইল ব্যাংকের অটোমেটেড চালান সিস্টেম সম্পর্কিত একটি চুক্তি আজ বৃহস্পতিবার (২৬.০৮.২০২১) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে স্বাক্ষরিত হয়। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংকের সকল শাখায় সরাসরি ও অনলাইনের মাধ্যমে ভ্যাট, ট্যাক্স ও অন্যান্য সরকারি ফি চালানের মাধ্যমে জমা নেয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, এক্সিকিউটিভ ডিরেক্টর এ.কে.এম মহিউদ্দিন আজাদ ও মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মুঃ মাহমুদ আলম চৌধুরী, এসইভিপি ও ট্রেজারী ডিভিশনের প্রধান অসীম কুমার সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.