সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই

শেয়ারবাজার ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্যিক বুদ্ধদেব গুহ আর নেই। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়, গত ৩১ জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানেই রোববার রাত সাড়ে ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি বছরের এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অশীতিপর সাহিত্যিক। সে সময় শহরের একটি হোটেলে নিভৃতবাসের পর তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়।
৩৩ দিন লড়াইয়ের পর করোনামুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে ফেরা হলো না তার।
হাসপাতাল সূত্র জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়েছিল। এ ছাড়া তাঁর লিভার, কিডনিতেও সামান্য সমস্যা ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা।
আবার করোনা পরীক্ষা করা হয়েছিল বুদ্ধদেবের। তবে তাতে সংক্রমণ ধরা পড়েনি।
দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বার্ধক্যজনিত নানা সমস্যায়ও ভুগছিলেন।
সমকালীন বাংলা সাহিত্যে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। প্রথম প্রকাশিত গ্রন্থ ‘জঙ্গল মহল’-এর পর থেকে ‘মাধুকরী’, ‘কোজাগর’, ‘অববাহিকা’, ‘বাবলি’র মতো একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের।
কিশোর সাহিত্যেও বুদ্ধদেবের ছিল অবাধ বিচরণ। তার সৃষ্ট ‘ঋজুদা’ বা ‘ঋভু’র মতো চরিত্র আকৃষ্ট করে রেখেছে কয়েক প্রজন্মের অনেক কিশোর-কিশোরীর মনকে।