বোনাস শেয়ার ইস্যুতে বিএসইসির নির্দেশনা জারি

শেয়ারবাজার রিপোর্ট: অযৌক্তিক বোনাস শেয়ারের লাগাম টানতে এবার কঠোর হলো নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিয়ে একটি নির্দেশনা জারি করেছে প্রতিষ্ঠানটি।
নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানিগুলো বিএমআরই (ব্যালেন্সিং, মডার্ণাইজেশন, রিহেবিলিটেশন ও এক্সপানশন), নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন ও পূণ:বিনিয়োগের জন্য বোনাস শেয়ার ইস্যু করতে পারবে।
রোববার (৫ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম স্বাক্ষরিত এই নির্দেশনা জারি করা হয়েছে।
তবে এই বোনাস শেয়ার ইস্যুর ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে। এক্ষেত্রে বোনাস শেয়ার ইস্যুর কারণ ও উদ্দেশ্য বা ব্যবহার উল্লেখ্য করতে হবে। যা পূঞ্জীভূত মুনাফা থেকে ইস্যু করা যাবে।
তবে ক্যাপিটাল রিজার্ভ বা রিভ্যালুশেয়ন রিজার্ভ বা কোন ধরনের আনরিয়েলাইজড গেইন বা কোম্পানি গঠনের আগে কোন আয় করে থাকলে বা পরিশোধিত মূলধন কমিয়ে বা বোনাস পরবর্তী ঋণাত্মক রিটেইন আর্নিংস থেকে বোনাস শেয়ার দেওয়া যাবে না।
বর্তমান বিএসইসির নির্দেশনার উপর আমার আস্থা আছে
No comment, we have to wait for future as our past was?????????
নির্দেশনা যেন মেনে চলে তা মনিটরিংয়ের আওতায় থাকতে হবে প্রতিনিয়ত। আমি আশাবাদী এ চেয়ারম্যান মহোদয় থাকলে কার্যকর হবে, ইনশাআল্লাহ।
I have fully confidence on the present honorable Chairman of BSEC and his team. After long time the Capital Market is moving on right track.We’re optimistic about the bright future of the market.
Hats off to the BSEC Chairman and members for an epoch-making decision.
I would like to request to consider the placement issue. It can create a mess and all good works may go in vain for its impact.
I don’t see any action taken against beximco ltd, form 12 take to 120 take p/s in last seven month.. that is the main problem for mkt crash.
I am over confident this company will play the big role again for next mkt crash…wait and see all small investor how dorbesh will take your money with his fraud mechanism