আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ সেপ্টেম্বর ২০২১, সোমবার |

kidarkar

ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট, বিনিয়োগকারীদের স্বস্তি

শেয়ারবাজার ডেস্ক: গতকাল রোববার সূচকের বড় পতন হলেও আজ সোমবার উত্থানে ফিরেছে দেশের প্রধান শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১৫ পয়েন্ট। এতে স্বস্তিতে ফিরেছে বিনিয়োগকারীরা।

তারা বলছেন, গতকাল বাজার কারেকশনের ফলে সূচক কমেছিলো। এটা নিয়ে বেশি চিন্তিত না হলেও সূচকের ধারবাহিক পতন চলুক তা চাইনি। আজ উত্থানে ফেরায় স্বস্তি লাগছে।

জানা গেছে, আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনট দরও বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, ডিএসইএক্স ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২১৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৫৭৮ পয়েন্টে। শুধু কমেছে ডিএসই-৩০ সূচক। এটি ২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ ২ হাজার ৪০ কোটি ৫৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৬৬৭ কোটি ৮৭ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৭০৮ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৪৩টির ৪৩টির দর অপরিবর্তিত রয়েছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৩১.১৬ পয়েন্টে। সিএসইতে আজ ৩২৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। দর বেড়েছে ১৬৪টির, কমেছে ১২৭টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

সিএসইতে ৬৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.