আজ: শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ইং, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ সেপ্টেম্বর ২০২১, বৃহস্পতিবার |

kidarkar

আগামী মাসের শুরুর দিকে বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্ক: ১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন আগেই জানিয়েছেন বিশ্বকাপের আগেই নতুন পরিচালনা পর্ষদের হাতে তুলে দেয়া হবে দায়িত্ব। এবার জানা গেল অক্টোবরের শুরুতেই বসতে চলেছে বোর্ড নির্বাচন।

বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি জানিয়েছেন।

সেপ্টেম্বরের ৩০ তারিখ শেষ হবে নাজমুল হাসান পাপন নেতৃত্বাধীন বর্তমান পর্ষদের মেয়াদ।

বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী, পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার ৪৫ দিনের মধ্যে আয়োজন করতে হবে নির্বাচন।

বিসিবির নির্বাচনকে সামনে রেখে পাঁচ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। এতে অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন নিজামউদ্দিন চৌধুরী সুজন।

তিনি জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই বৈঠকে বসতে চলেছেন কমিশনের সদস্যরা। সেখানেই নির্ধারণ হবে নির্বাচনের চূড়ান্ত তারিখ।

গণমাধ্যমকে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘নির্বাচন কমিশন খুব দ্রুতই সভায় বসবে, তারপর তারিখ ঠিক হবে। আশা করা যাচ্ছে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হয়ে যাবে। তফসিল কবে ঘোষণা হবে, এটা নির্বাচন কমিশনের বৈঠকে ঠিক হবে।’

২০ সেপ্টেম্বর প্রকাশ হতে যাচ্ছে চূড়ান্ত কাউন্সিলরদের তালিকা জানিয়ে বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন,

‘বোর্ড কাউন্সিলর তালিকা চূড়ান্ত করে তারপর নির্বাচন কমিশনকে দেবে।’

২০১২ সালের অক্টোবরে ক্রিকেট বোর্ডের মসনদে বসেন নাজমুল হাসান পাপন। পরের বছর হলেন নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

সবশেষ নির্বাচন হয়েছিল ২০১৭ সালে। সেসময় জানিয়েছিলেন সভাপতি হতে তার আগ্রহ নেই। যদিও শেষ পর্যন্ত তিনি সভাপতি হন।

গেল মাসেই বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বসেছিল। এতে পাপন সাফ জানিয়ে দেন আগামীতে আর দায়িত্ব নিতে আগ্রহ নেই তার। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন সভাপতি পদে না থাকলেও পরিচালক পদেও নির্বাচন করতে পারেন তিনি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.