আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৫ সেপ্টেম্বর ২০২১, শনিবার |

kidarkar

২৫ সেপ্টেম্বর লাইভ কনসার্টে আসছেন ডন

পল্টনস্থ এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে গান গাইবেন সময়ের আলোচিত, সারা জাড়ানো সঙ্গীত শিল্পী ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), (গেমস এন্ড স্পোর্টস), মার্কেটিং এন্ড কমিউনিকেশন, ওয়ালটন গ্রুপ। আগামী ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় শিল্পী ডন তার এ যাবতকালে গাওয়া সব জনপ্রিয়, শ্রোতানন্দিত গানগুলো নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন। আধুনিক গানের পাশাপাশি ফোক সঙ্গীতও পরিবেশন করবেন তিনি। আগামীকাল থেকে হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ‘ওয়ালটন ২য় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭ বালক-বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতায়। বালক বিভাগে ১২টি এবং বালিকা বিভাগে ৮টি দল এতে অংশ নিবে। ২৫ সেপ্টেম্বর বালিকা বিভাগের খেলা শেষে জমকালো একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হবেন শিল্পী ডন। এর আগেও তিনি হ্যান্ডবল স্টেডিয়ামে গান পরিবেশন করেছেন। সেখানে গান গেয়ে শ্রোতাদের ব্যাপক প্রশংসাও কুঁড়িয়েছেন ইকবাল বিন আনোয়ার ডন।
ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষক, একজন সফল-দক্ষ পুরস্কারপ্রাপ্ত সংগঠক হিসেবে ডনের প্রশংসা সর্বজনবিদিত। অজাতশত্রু, সর্বদা হাসি-খুশি প্রাণোচ্ছল, জনপ্রিয় মিরর ম্যাগাজিন কর্তৃক ফ্রন্টলাইন রিয়েল হিরোজ পুরস্কার জয়ী ইকবাল বিন আনোয়ার গানের ভুবনেও অল্পদিনে বেশ সুনাম কুঁড়িয়েছেন। তার বেশ কিছু গান এরই মধ্যে শ্রোতামনে ঝড় তুলেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ঈদের অনুষ্ঠানের নিয়মিত শিল্পী তিনি। অন্য চ্যানেলেও ভিন্নধর্মী অনুষ্ঠানে গান গাওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

এ ব্যাপারে শিল্পী এফ এম ইকবাল বিন আনোয়ার ডন বলেন, ‘ক্রীড়াঙ্গনের যে কোনো খেলাধুলার সঙ্গে আমাদের ওয়ালটন পরিবার জড়িত। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে ওয়ালটন এরই মধ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে ভূষিত হয়েছে। যা আমাদের ওয়ালটন পরিবারকে আরো বেশী উৎসাহিত অনুপ্রানিত করেছে ক্রীড়াঙ্গনে অবদান রাখার জন্য। হ্যান্ডবলের যে কোনো প্রোগ্রামে আমরা সানন্দে স্পন্সর করি। হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান কোহিনূর এবং তার কমিটির অনুরোধে জাতীয় যুব হ্যান্ডবল প্রতিযোগিতায় ২৫ সেপ্টেম্বর বালিকা বিভাগের খেলা শেষে সন্ধ্যা ৭টায় গান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকব ইনশাল্লাহ।’

প্রেস বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.