আজ: শনিবার, ২০ এপ্রিল ২০২৪ইং, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

২৬ সেপ্টেম্বর ২০২১, রবিবার |

kidarkar

গেইনারের শীর্ষে আমরা নেটওয়ার্কস

শেয়ারবাজার ডেস্ক: রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৯৩ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৫৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ১৪০ বারে ২৫ লাখ ৩৬ হাজার ৯৭০টি শেয়ার লেনদেন করে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দ্বিতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর বেড়েছে ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়।

তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৯.৭২ শতাংশ।
কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইভিন্স টেক্সটাইল, জাহিন স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, সিলভা ফার্মা,ওরিয়ন ফার্মা, নিউ লাইন ক্লোথিং ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.