প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ক্রীড়াবিদরা

স্পোর্টস ডেস্ক: প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটাররা। সাকিব আল হাসান, মাশরাফি মর্তুজা, তামিম ইকবালরা জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্থতা ও মঙ্গল কামনা করেছেন। তাঁর হাত ধরে দেশ সামনে এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘আপনার সুদক্ষ, সাহসী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে কাঙ্ক্ষিত গন্তব্যে। আপনি দীর্ঘজীবী হোন।’
সাকিব আল হাসান প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ’মাতৃভূমির প্রতি আপনার অকৃত্রিম ভালোবাসা ও অকুতোভয় নেতৃত্ব অনুপ্রেরণা যোগায় আমাদের। দেশের উন্নয়নের চাকা সচল রাখায় আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি।’
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি। টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ জন্মদিনের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেছেন।
এছাড়া সৌম্য সরকার, সাব্বির রহমানসহ অনেক ক্রীড়াবিদই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা বার্তা দিয়েছেন।