এসএমইতে লেনদেন শুরু করা ৪ কোম্পানির তৃতীয় প্রান্তিক প্রতিবেদন

শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে এসএমই মার্কেটে বৃহস্পতিবার লেনদেন শুরু করেছে ৪ কোম্পানি। প্রতিষ্ঠানগুলো তাদের তৃতীয় প্রান্তিকের (জুলাই,২০-মার্চ,২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বছরের ৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) হিমাদ্রি লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ টাকা ০৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ টাকা ১১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ৯২ টাকা ৬৯ পয়সা।
৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) ওয়ান্ডারল্যান্ড টয়েসের শেয়ার প্রতি আয় হয়েছে ০৯ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ০৭ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে ২০ টাকা ৩২ পয়সা।
গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত বেঙ্গল বিস্কুটের শেয়ার প্রতি আয় হয়েছে ৮১ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৪ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি দাঁড়িয়েছে ৯ টাকা ৯২ পয়সা।
৯ মাসে (জুলাই,২০-মার্চ’২১) অ্যাপেক্স ওয়েভিংয়ের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ৯১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্পদ পুর্নমূল্যায়ন ছাড়া এনএভি দাঁড়িয়েছে মাইনাস ২৫ টাকা ৪২ পয়সা।