ফেনীতে বিশ্ব হার্ট দিবস উদযাপিত

শেয়ারবাজার ডেস্কঃ বিশ্ব হার্ট দিবস উপলক্ষ্যে ফেনীতে দিনব্যাপী বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা দেয়া হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর উদ্যোগে এই ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এছাড়াও বিশ্ব হার্ট দিবস উদযাপন করতে সাইক্লিং র্যালীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট কার্যকরী কাউন্সিলের সহ-সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহার উদ্দিন বাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফেনীর সিভিল সার্জন রফিক উস-সালেহীন। ফ্রি হার্ট ক্যাম্প ও সাইক্লিং র্যালীতে অংশ নেন কার্যকরী কাউন্সিলের সহ-সভাপতি এ.এস.এম. নুর উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জনসংযোগ সম্পাদক তোফাজ্জল হোসেনসহ কমিটির সদস্যরা। দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসা দিয়েছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ফেনীর সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন ও ডা. মোহাম্মদ আইয়ুব।
প্রেস রিলিজ