সাপ্তাহিক গেইনারের শীর্ষে ওরিয়ন ফার্মা

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৬.৪০ টাকা বা ২১.১৩ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিক হোটেলের দর বেড়েছে ১৮.২৭ শতাংশ।
এরপরেই রয়েছে লাফার্জহোলসিম। এই কোম্পানির দর বেড়েছে ১৭.৭১ শতাংশ।
অন্য কোম্পানিরগুলোর মধ্যে আইসিবির ১৭.১৩ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ১৬.২৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১৫.৫৬ শতাংশ, সিলভা ফার্মার ১৫.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ১৪.৭৯ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১৪.৬৫ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর ১৪.৩৮ শতাংশ বেড়েছে।