আজ: শনিবার, ২৫ মার্চ ২০২৩ইং, ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২রা রমজান, ১৪৪৪ হিজরি

সর্বশেষ আপডেট:

০২ অক্টোবর ২০২১, শনিবার |


kidarkar

নাসডাকে ডিএসই এসএমই প্ল্যাটফর্মের ব্যানার প্রদর্শন


ডিএসইর এসএমই প্ল্যাটফর্মের লেনদেন চালু উদযাপন করেছেন নাসডাক। নিউইয়র্কে টাইম স্কয়ারের বিলবোর্ডে এ উপলক্ষে ডিএসইর এসএমই প্ল্যাটফর্মের ব্যানার প্রদর্শন করা হয়।


২ উত্তর “নাসডাকে ডিএসই এসএমই প্ল্যাটফর্মের ব্যানার প্রদর্শন”

  • Hafiz Mohammed says:

    এটাতো এডভোটাইজমেন্ট !!!!!!!! টাকা দিলেই ওরা করবে এতে বাহাদুরির কি আছে ??????? নাকি আবার ১৯৯৬ এবং ২০১০ এর মতন কিছু করার চিন্তাভাবনা করছে ঐ হারামির বাচ্চারা ??????

  • মু. মাহমুদ আলম চৌধুরী says:

    যেভাবে ডুবে যাওয়া কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং ভালো কোম্পানির শেয়ার দর অতি মুল‍্যায়িত হয়ে পড়েছে তাতে করে যদি আবার অনেক মানুষ নিঃস্ব হয় তাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হবে। সরকারকে ভাবতে হবে DSE, CSE তে শেয়ার দরের এই উত্থান আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র কিনা।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.