আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০২১, রবিবার |

kidarkar

জাবির হল খুলছে ১১ অক্টোবর, ক্লাস শুরু ২১ অক্টোবরে

শিক্ষা ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলছে আগামী ১১ অক্টোবর। তবে ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।

রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘ন্যূনতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে। এছাড়া, হলগুলোতে শুধু রানিং (মাস্টার্স শেষ হয়নি যাদের) শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। তবে ৪৯ ব্যাচসহ (২০১৯-২০ সেশন) যাদের অনলাইনে পরীক্ষা চলমান তারা অনলাইনে পরীক্ষা শেষ করে তারপর হলে উঠবে।’

গতকাল ২ অক্টোবর বিকেলে সিন্ডিকেট সভা শুরু হয়। এই সিন্ডিকেট সভায় লাইব্রেরি ও হল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। সভায় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের নেতারা উপস্থিত থেকে দ্রুত ক্যাম্পাস খোলার আহ্বান জানান।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.