জেনিথ ইসলামীর সিটি প্রজেক্টের ট্রেনিং রুমের উদ্বোধন

শেয়ারবাজার রিপোর্ট: জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিটি প্রজেক্টের ট্রেনিং রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) কোম্পানির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মিসেস ফরিদুন্নাহার লাইলী ট্রেনিং রুমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
সিনিয়র জিএম (উঃ) সৈয়দ মাসকুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানি সচিব আবদুর রহমান ও সিটি প্রকল্পের বিভিন্ন পদমর্যাদার প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি সকলকে যথাযথ প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বীমা পেশায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।