আজ: বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ইং, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০৩ অক্টোবর ২০২১, রবিবার |

kidarkar

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে, তবে আত্মতৃপ্তির কারণ নেই- স্বাস্থ্য অধিদপ্তর

স্বাস্থ্য ডেস্ক: বর্তমানে বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ বিভাগ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তবে, এ নিয়ে আত্মতৃপ্তির কোনো কারণ নেই বলে সতর্ক করেছেন তিনি। নিয়মিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ডা. মো. নাজমুল ইসলাম।

রোববার (৩ অক্টোবর) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে তিনি এ আহ্বান জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেছেন, ‘ধীরে ধীরে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার কমছে। আমরা মনে করি, বর্তমান পরিসংখ্যান বিবেচনায় করোনার সার্বিক পরিস্থিতি স্বস্তিদায়ক। গত দুই-তিন সপ্তাহ ধরে অব্যাহতভাবে সংক্রমণ কমছে, যা সবার মধ্যে এক ধরনের স্বস্তি ফিরিয়ে আনছে।’

তিনি বলেন, ‘গত এক সপ্তাহে করোনা সংক্রমণের হার ৪ শতাংশ থেকে কমে ৩ দশমিক ৪১ শতাংশে এসে দাঁড়িয়েছে। এ অবস্থা ধরে রাখতে হলে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে। সবার চেষ্টায় সংক্রমণের হার আরও কমানো সম্ভব হবে।’

ডা. মো. নাজমুল ইসলাম জানান, গত এক সপ্তাহে সারা দেশে ১ লাখ ৭৩ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা হয়েছে, যা তার আগের সপ্তাহের চেয়ে ৭ হাজার ৫৮১টি কম। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৫৭৩ জনের, যা তার আগের সপ্তাহের চেয়ে প্রায় ২৩ শতাংশ কম। এ পর্যন্ত মোট ১৫ লাখ ৫৭ হাজার ৯৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত এক সপ্তাহে পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৪৯ জন কম রোগী মারা গেছে। অর্থাৎ পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ২৩ শতাংশ মৃত্যু কমেছে।

অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, ‘এ মুহূর্তে গোটা বিশ্বে করোনা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে অনেকখানি নিয়ন্ত্রণে আছে। তারই ধারাবাহিকতায় আমাদের দেশেও তার সুফল পাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বাইরে বের হলে সবাইকে মাস্ক পরতে হবে অবশ্যই।’

 

 

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.