রেমিট্যান্স কমার প্রভাব রিজার্ভেও

শেয়ারবাজার রিপোর্ট: গত তিন মাস ধারাবাহিকভাবে রেমিট্যান্স কমার প্রভাব পড়েছে বিদেশি মুদ্রার রিজার্ভেও। বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৪৬ দশমিক ২ বিলিয়ন ডলার। গত আগস্টের ২৪ তারিখে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করলেও তা এখন কমছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: সেপ্টেম্বরে কমেছে রেমিট্যান্স প্রবাহ
সূত্র জানায়, গত ২৪ আগস্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৪৪ কোটি ৮০ লাখ (প্রায় ১.৪৫ বিলিয়ন) ডলার এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) ঋণ রিজার্ভে যোগ হয়। সেই প্রভাবে এক লাফে রিজার্ভ বেড়ে ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।
সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই-আগস্ট মেয়াদের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৪৭ বিলিয়ন ডলারের নিচে নেমে আসে।
আমদানি বাড়ায় রিজার্ভ থেকে প্রয়োজনীয় ডলার চলে যাওয়ায় এক মাসের ব্যবধানে তা আরও কমে ৪৬ দশমিক ২ বিলিয়ন ডলারে নেমে এসেছে।