হোটেল পেনিনসুলার আগুন নিয়ন্ত্রণে

শেয়ারবাজার ডেস্ক: চট্টগ্রাম শহরের জিইসি এলাকার হোটেল পেনিনসুলায় লাগা আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে তারকা মানের হোটেলটির বেজমেন্টে মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক শামীম আহাসান চৌধুরী জানান, হোটেলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের পাঁচটি গাড়ি কাজ করেছে।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হোটেলটির বেজমেন্টের কোল্ডস্টোরেজ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এখন পর্যন্ত কোনো হতাহত পাইনি আমরা।’
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে হোটেলটি গ্রাহকদের ডিলাক্স, সুপার ডিলাক্স, এক্সিকিউটিভ টুইন ও লাক্সারি স্যুইট রুম সেবা দিয়ে থাকে। প্রতি রুমের ভাড়া ছয় হাজার থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত।
এ ছাড়া হোটেলটিতে রয়েছে আউটডোর সুইমিং পুলসহ, স্পা ট্রিটমেন্ট এবং উন্নতমানের ফিটনেস সেন্টার, হট টাব বা জাকুজি, ম্যাসাজ ও স্টিম বাথের ব্যবস্থা। পাশাপাশি রয়েছে উন্নতমানের রেস্টুরেন্টও।
চার তারকা বিশিষ্ট হোটেলটি পুঁজিবাজারে তালিকাভুক্ত।