আবৃত্তি জোট, কুমিল্লার আবৃত্তি আয়োজন

শেয়ারবাজার রিপোর্ট: ‘ভালবাসায়, দ্রোহে ও সংগ্রামে’ শিরোনামে আবৃত্তি জোট, কুমিল্লার আয়োজনে আবৃত্তি অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির অডিটেরিয়ামে অনুষ্ঠানটি হয়।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক ফরিদ উদ্দিন সিদ্দিকীকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোটের সভাপতি বদরুল হুদা জেনু। স্বাগত কথা বলেন জোটের সাধারণ সম্পাদক আবু নাছের মানিক।
শুভেচ্ছা জানান জোটের উপদেষ্টা ড. আলী হোসেন চৌধুরী, কবি সৈয়দ আহমেদ তারেক, জোটের সভাপতি মণ্ডলীর সদস্য উত্তম বহ্নি সেন, সাব্বির আহমেদ খান, যুগ্ম সম্পাদক মাহতাব সোহেল, সাংগঠনিক সম্পাদক সারওয়ার নাঈম।
অনুষ্ঠানে শুভেচ্ছা কথা বলেন ও আবৃত্তি করেন বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মজুমদার বিপ্লব, মাসুম আজিজুল বাসার, সদস্য নাঈমা রুম্মান, পলি পারভীন ও মিসবাহিল মোকাররাবিন।
জোটের সভাপতি মণ্ডলীর সদস্য শামীমা সীমা ও যুগ্ম সম্পাদক মাহতাব সোহেলের উস্থাপনায় জোটের অন্তর্ভুক্ত দলসমূহের সদস্যরা আবৃত্তি করেন।
দলের পক্ষে আবৃত্তি করেন অভয়া দত্ত, মাইমুনা আক্তার রোজ, আবু হুরায়রা, উৎস দত্ত, সাফওয়ান মাহবুব মাহী, মোহাইমেনুন রহমান মাহী, তানভীর ইবনে জহির, আনিসা তাবাসসুম, ফারজানা রহমান, আফসারা ইসলাম, যুরারা যুমাহী, আহনাফ মাহদীন, আরিশা ফাইরুজ, সাকিরা তাপসী, আল মাহমুদ শ্রেষ্ঠ, নাজিফা সেহরীন, সামিহা মাহজাবীন, দোবোত্তম বহ্নি সেন, মালবিকা দে, ফাতেমা তানিয়া, মধুসূদন মিহির চক্রবর্তী, মো: তামিম মুনতাসির, মো: তাউসুর রহমান, আবরার আহমেদ, সুমন সালাউদ্দিন, নিজাম উদ্দিন রাব্বি, সারওয়ার নাঈম, মাহতাব সোহেল, শামীমা সীমা, সাব্বির আহমেদ খান, উত্তম বহ্নি সেন, আবু নাছের মানিক।
আবৃত্তি জোট, কুমিল্লা’র অন্তর্ভুক্ত দল সমূহ হল বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, কণ্ঠশিল্পী বাংলা, কণ্ঠসাধন আবৃত্তি পর্ষদ, ধ্বনি আবৃত্তি চর্চা কেন্দ্র, কারুকন্ঠ আবৃত্তি পাঠশালা, চিরতরুণ পর্ষদ, স্বরধ্বনি আবৃত্তি কুঞ্জ, শব্দ-কন্ঠ চর্চা কেন্দ্র, “অ” আবৃত্তি চর্চাশালা, প্রাচী পরিষদ, বাচিক শিল্প চর্চা কেন্দ্র, আবৃত্তি বিকাশ, রৌদ্রজল।