রসায়নে জার্মান ও মার্কিন বিজ্ঞানীর নোবেল জয়

আন্তর্জাতিক ডেস্ক: রসায়নে নোবেল পুরস্কার পেলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট এবং স্কটল্যান্ডে জন্ম নেওয়া আমেরিকান বিজ্ঞানী ডেভিড ম্যাকমিলান। ‘অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস’ আবিষ্কারের জন্য তারা এ বছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন।
সুইডিশ নোবেল কমিটি জানিয়েছে, লিস্ট ও ম্যাকমিলানের আবিষ্কার করা অ্যাসিমেট্রিক অর্গানোক্যাটালাইসিস যৌগ অণু তৈরিতে অভিনব একটি পদ্ধতি।
এর মাধ্যমে নতুন ফার্মাসিউটিক্যাল যৌগ থেকে শুরু করে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরকারী সোলার সেলের যৌগ সবই তৈরি করা যায়।তাদের আবিষ্কার করা ‘প্রভাবক’ পরিবেশবান্ধব এবং কম খরচে উৎপাদন করা যায়।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি পদক এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রাউন পান। অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয় ১৯৬৯ সাল থেকে।