সয়াবিন তেলের দাম লিটারে ৭ টাকা বাড়ানোর প্রস্তাব

শেয়ারবাজার রিপোর্ট: আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৭ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
রোববার (১৭ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামানের নেতৃত্বে অনুষ্ঠিত নিত্যপণ্যের মজুত পরিস্থিতি, আমদানি ও দাম নির্ধারণ নিয়ে বৈঠকে তেলের এই দাম বাড়ানোর প্রস্তাব করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বলেন, তেল ব্যবসায়ী প্রস্তাব ছিলো বোতলজাত লিটারপ্রতি তেল ১৬৮ টাকা করার। ট্যারিফ কমিশন একাধিকবার বসে অ্যানালাইসিস করে ১৬২ টাকা প্রস্তাব করেছে। এটা ছিল সেপ্টেম্বর মাসের অ্যাভারেজ রিপোর্ট। আজ দীর্ঘক্ষণ আলোচনা করে প্রতি লিটার বোতলজাত তেলের দাম ঠিক করা হয়েছে ১৬০ টাকা। যেটার আগে দাম ছিল ১৫৩ টাকা।
বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি কেজি ১২৯ টাকা। ৭ টাকা দাম বাড়িয়ে ১৩৬ টাকা করার প্রস্তাব করা হয়েছে বলেও জানান তিনি।
অতিরিক্ত সচিব জানান, ৫ লিটারের বোতল ৭২৮ টাকা থেকে বাড়িয়ে ৭৬০ এবং পাম তেল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১১৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
এই প্রস্তাব বাণিজ্য সচিবের কাছে উপস্থাপন করা হবে উল্লেখ করে সফিকুজ্জামান বলেন, মন্ত্রীর সাথে কথা বলে দাম চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।
PUTKI MARA MONTRI TAR HOGA MARA MONTRONALOY …
সয়াবিন তেল ১২৯ দুই আগে কিনছি ১৫০টাকা
সয়াবিন তেল ১২৯ দুই আগে কিনছি ১৫০টাকা