আজ: মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪ইং, ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৮ অক্টোবর ২০২১, সোমবার |

kidarkar

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেছে গাড়ি, আহত ১

জাতীয় ডেস্ক: কুমিল্লায় রেললাইন পার হওয়ার সময় সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় গাড়িটির চালক সেন্টু মিয়া (৩৫) আহত হয়েছেন। ১৭ অক্টোবর রাতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে কুমিল্লা সদর উপজেলার বদরপুর গোমতীরপাড় সড়কের অরক্ষিত একটি রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে।

সোমবার (১৮ অক্টোবর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন সিরাজী।

আহত সেন্টু মিয়ার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ভরাসার গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুমিল্লা সদর উপজেলার পালপাড় থেকে শহরমুখী একটি প্রাইভেটকার রেললাইন পার হওয়ার চেষ্টা করে। এ সময় প্রাইভেটকারটিকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। এতে গাড়িটি দূরের একটি গর্তে গিয়ে আছড়ে পড়ে। পরে স্থানীয় লোকজন গাড়িটির চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এসআই ইসমাইল হোসেন জানান, ঘটনাটি ঘটেছে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে। এ ঘটনায় চালক আহত হয়েছেন। তবে তিনি এখন শঙ্কামুক্ত।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.