করোনায় মৃত্যু বাড়লেও শনাক্ত কমেছে

শেয়ারবাজার রিপোর্ট: দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ১৮১ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন করোনা থেকে সুস্থ হলো।
আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৩৩টি ল্যাবে ১৩ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় ১৩ হাজার ১০৫টি। করোনা শনাক্তের হার এক দশমিক ২৫ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ১৯ শতাংশ।