আজ: মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ইং, ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ নভেম্বর ২০২১, রবিবার |

kidarkar

জেলে বসে এস‌এসসি পরীক্ষা দিচ্ছে ৩ শিক্ষার্থী 

জাতীয় ডেস্ক: মৌলভীবাজার কারাগারে বসে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন কমলগঞ্জ ও রাজনগর উপজেলার তিন শিক্ষার্থী ।

রোববার (১৪ নভেম্বর) সকালে তারা জেলা কারাগার কেন্দ্রে এস‌এসসি পরীক্ষায় অংশগ্ৰহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. আনোয়ার হোসেন।

জানা যায়, কমলগঞ্জের শ্রী গোবিন্দপুর চা বাগানের খ্রিস্টানটিলার বাসিন্দা মাধবপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এলেক্স গমুজ নারী ও শিশু নির্যাতন মামলায় এবং আদমপুর ইউনিয়নের পূর্বজালালপুর গ্রামের বাসিন্দা এমএ ওহাব উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফজলে আলী হত্যা মামলার আসামি হওয়ায় কারাগারে থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। বাকি একজন হচ্ছেন রাজনগর উপজেলার এস‌এসসি পরীক্ষার্থী কামাল আহমদ। তিনি মারধর মামলার আসামি।

কমলগঞ্জের মাধবপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান ও এসএ ওহাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহ জানান, কর্তৃপক্ষের নির্দেশে মানবিক বিভাগের ২ শিক্ষার্থী বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশ নিচ্ছে।

কারাগারের জেলসুপার মো. আনোয়ার হোসেন বলেন, তারা কারাগারে আসার পর তাদের পক্ষ থেকে পরীক্ষার জন্য আদালতে আবেদন করা হয়। আদালতের নির্দেশ পাওয়ার পর আমরা পরীক্ষা গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেই।

তিনি জানান, এমনকি কারাগারে বসে যাতে তারা পড়াশোনা করতে পারে সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.