আজ: বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ইং, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ ডিসেম্বর ২০২১, বুধবার |

kidarkar

নয় মাসে এটিএমে লেনদেন বেড়েছে ২ হাজার ৩৩৮ কোটি টাকা

এ জেড ভূঁইয়া আনাস: নগদ বহনের ঝুঁকি ও শাখায় গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লেনদেনের ঝামেলা এড়াতে কার্ডভিত্তিক লেনদেন বাড়ছে। করোনা কারণে মাঝে কিছুটা কমে গেলেও এখন পুনরায় এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলনের দিকে ঝুঁকছেন গ্রাহকরা। এতে নয় মাসের ব্যবধানে এটিএমে লেনদেন বেড়েছে ২ হাজার ৩৩৮ কোটি ৩০ লাখ টাকা। শুধু, এটিএম নয়, বাড়ছে পিওএসের মাধ্যমে লেনদেনও। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, বছরের ব্যবধানে পিওএসের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৪৯ কোটি ৪০ লাখ টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জানুয়ারি মাসে সারা দেশে ছড়িয়ে–ছিটিয়ে থাকা এটিএমে মোট ১ কোটি ৮৬ লাখ ১০ হাজার ৫৯৮টি লেনদেন হয়েছিল। এতে সব মিলিয়ে ১৬ হাজার ৬৪৬ কোটি ৮০ লাখ টাকা উত্তোলন করা হয়। এরপর এটিএমে লেনদেন কিছুটা কমলেও তা এখন আবারও বাড়তে শুরু করেছে। সেপ্টেম্বর মাস শেষে সারাদেশে মোট ২ কোটি ৪ লাখ ৫২ হাজার ৯২৬টি। আর এতে সব মিলিয়ে মোট উত্তোলন করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে নয় মাসে এটিএমের মাধ্যমে লেনদেন বেড়েছে ২ হাজার ৩৩৮ কোটি ৩০ লাখ টাকা।

গত বছরের জানুয়ারি মাসে এটিএমে মোট ১ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার ৯৩৭টি লেনদেনে ১৪ হাজার ৮২৯ কোটি টাকা উত্তোলন করা হয়। আর ওই বছরের সেপ্টেম্বর মাস শেষে ১ কোটি ৬২ লাখ ৭০ হাজার ৯০৯টি লেনদেন মাধ্যমে ১৪ হাজার ২৪৬ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করা হয়। সে হিসেবে একবছরের ব্যবধানে এটিএমের মাধ্যমে টাকা উত্তোলন বেড়েছে ৪ হাজার ৬৯৮ কোটি ৫০ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, জানুয়ারিতে পিওএসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৬৭ কোটি ৬ লাখ টাকা। লেনদেন সংখ্যা ছিল ৩১ লাখ ৪৩ হাজার ৯৫৬টি। কিন্তু সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৯৯ কোটি টাকা। সে হিসেবে নয় মাসের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৩১ কোটি ৪০ লাখ টাকা। এর আগে গত বছরের জানুয়ারিতে পিওএসের মাধ্যমে লেনদেন হয়েছিল ১ হাজার ৬৬৬ কোটি টাকা। লেনদেন সংখ্যা ছিল ২৯ লাখ ৪৭ হাজার ৩৮টি। আর ওই বছরের সেপ্টেম্বরে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৪৯ কোটি ৬০ কোটি টাকা। সে হিসেবে বছরের ব্যবধানে পিওএসের মাধ্যমে লেনদেন বেড়েছে ৪৪৯ কোটি ৪০ লাখ টাকা।

গত বছর করোনার কারণে লকডাউন থাকায় এটিএম বুথের মাধ্যমে লেনদেন কমে যায়। তবে বছরের ব্যবধানে সবকিছু স্বাভাবিক হওয়ায় দেশের এটিএমগুলোতে লেনদেন বাড়তে শুরু করে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.