ডিএসইর কার্যক্রম নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি

শেয়ারবাজার রিপোর্ট:দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিমিউচুয়ালাইজেশনের বিধিবিধান মেনে পরিচালিত হচ্ছে কি না, তা জানতে ডিএসই’র কার্যক্রম নিরীক্ষার (কমপ্লায়েন্স অডিট) সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)
গতকাল বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে, প্রতিষ্ঠিত নিরীক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে এ নিরীক্ষা করানো হবে। নিরীক্ষক নিয়োগ দেবে বিএসইসি।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০১৩ সালে স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশন কার্যকর করা হয়। যদিও এখনো পুরোপুরিভাবে ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় গত আট বছরে ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী সংস্থাটি পরিচালিত হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে এ নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, ডিএসইর ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংখ্যাগরিষ্ঠ সদস্যই স্বতন্ত্র পরিচালক। শেয়ারধারী পরিচালকের সংখ্যা ৪। পর্ষদে স্বতন্ত্র পরিচালকেরা সংখ্যাগরিষ্ঠ হলেও পর্ষদে থাকা শেয়ারধারী পরিচালকদের প্রভাবই এখনো বেশি। ডিমিউচুয়ালাইজেশনের পর বারবার সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বদল হয়েছে।
Sooner the better, welcome for ever for everything