আজ রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেবে জাসদ

শেয়ারবাজার ডেস্ক: নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলগুলোর সংগে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। আজ বুধবার (২২ ডিসেম্বর) বিকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সংগে সংলাপের কথা রয়েছে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল হিসেবে রয়েছে জাসদ। সংলাপে জাসদের সভাপতি হাসানুল হক ইনু’র নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদলের বঙ্গভবনে যাওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশন গঠনে সংবিধানের আলোকে আইন প্রণয়নের ওপরই তারা গুরুত্ব দেবে বলে আভাস পাওয়া গেছে।
কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি। আগের দুইবারের মতো এবারও নতুন ইসি গঠনে আলোচনা করে পরামর্শ নেওয়ার জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানাচ্ছেন। তবে, আগের দুই সংলাপে অংশ নিলেও এবার রাষ্ট্রপতির সংলাপে অংশ নিচ্ছে না বিএনপি।
এর আগে, গত সোমবার বিকালে প্রথম দিনের সংলাপে যোগ দেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি।