এসআইবিএল’র নতুন এএমডি আবু রেজা ইয়াহিয়া

নিজস্ব প্রতিবেদক: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক থেকে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে আবু রেজা মো. ইয়াহিয়াকে। বুধবার (২২ ডিসেম্বর) এসআইবিএলের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
১৯৮৯ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন আবু রেজা ইয়াহিয়া। ৩২ বছরের দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকের কোম্পানি সচিব, ইন্টারনাল কন্ট্রোল, ইনভেস্টমেন্ট ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং এবং আইন বিভাগের প্রধানসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি ব্যাংকের ক্যামেলকো হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ আইন সমিতির তিনি আজীবন সদস্য। সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণের জন্য তিনি ভারত, চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সৌদিআরব, রাশিয়া, শ্রীলংকা, মালদ্বীপ, ব্রুনাই, মিয়ানমারসহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেন।