
শেয়ারবাজার ডেস্ক : বেক্সিমকো গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের লেনদেন বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত বেক্সিমকো গ্রীন সুকুক আল ইস্তিসনা বন্ডের ডিএসইতে ট্রেডিং কোড হচ্ছে : “BEXGSUKUK” এবং কোম্পানি কোড হচ্ছে : ২৬০০৮।
This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
আমি একজন সাধারণ বিনিয়োগকারী, আমি মনে করি সাধারণ বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হলে প্রথমেই কোম্পানির মালিকানা ৩০% শেয়ার ধারণের জন্য বিশেষ আইন অনুযায়ী পদক্ষেপ নিতে হবে ,যদি ইচ্ছে করে সময় মতো শেয়ার ক্রয় না করে ,সে ক্ষেত্রে কোম্পানির মালিকানা শেয়ার বাজেয়াপ্ত করে ,উক্ত প্রতিষ্ঠানের মালিক দের সমস্ত মালিকানার যাবতীয় সহায় সম্বল যা আছে তা সাধারণ বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ দেয়া হোক