আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৩ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার |

kidarkar

আমান কটনের পরিচালকদেরকে ৩ কোটি টাকা করে জরিমানা

শেয়ারবাজার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান কটন ফাইবার্সের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) সিকিউরিটিজ আইন ভঙ্গের জন্য তিন কোটি টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তথ্য মতে, প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের Lien বাতিল করে সাত দিনের মধ্যে কমিশনকে অবহিত করবে মর্মে সিদ্ধান্তম গৃহীত হয়।

সভায় নিম্নোক্ত সিদ্ধান্তও গৃহীত হয়- condition No.6 of part C of the Commission IPO consent letter No. BSEC/CI/IPO-202/2012/305 dated May 03, 2018; by not implement the IPO proceeds,

Clause c of the chapter XXII: Use of proceed `the company has no objective to invest in any joint venture, subsidiary associate or for any acquisition purpose,’

Section 18 of the Securities and Exchange Ordinance 1969; by not providing true and fair picture of the company financial position,

Commission letter No. BSEC/CFD/85/2019/52 dated June 21, 2020;by not co-operate with the special auditor,

and BSEC notification no.SEC/CMRRCD/2008-183/Admin/03-30, dated 01 June 2009; by transacted huge amount with related parties without proper documentation

এছাড়াও সভায় আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোং (চার্টার্ড অ্যাকাউনটেন্টস) ‘The section 18 of the Securities and Exchange Ordinance 1969: by providing false and misleading information to the investors and the Commission’ ভঙ্গ করার জন্য এটিএ খান অ্যান্ড কোং-কে ১০ লাখ টাকা জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.