আজ: শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ইং, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

সর্বশেষ আপডেট:

১৬ জানুয়ারী ২০২২, রবিবার |

kidarkar

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ২৩ লাখ ৫৩ হাজার ৪১১ জন আক্রান্ত হয়েছে। এর আগে গতকাল (শনিবার) শনাক্ত হয়েছিল ৩১ লাখ ৬৯ হাজার ৪৯৯ জন। অর্থাৎ আগের দিনের (শনিবার) তুলনায় নতুন শনাক্ত কমেছে ৮ লাখের বেশি।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ হাজার ৬০৫ জন। গতকাল যা ছিল ৭ হাজার ৬২৫ জন।

রোববার (১৬ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৫ লাখ ৮৭ হাজার ১১০ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ২৬৩ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ৮৮২ জন। রাশিয়ায় মারা গেছেন ৭২৩ জন এবং সংক্রমিত হয়েছেন ২৭ হাজার ১৭৯ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৭১৩ জন এবং মারা গেছেন ২৮৭ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ২৩৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২৪ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন ১৪৮ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৫৭৫ জন এবং মারা গেছেন ১২৯ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজার ৯১৬ জন এবং মারা গেছেন ১৪৪ জন। ইউক্রেনে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৬৯ জন এবং মারা গেছেন ১২৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪৮ হাজার ৫২০ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় তুরস্কে ১৭৭ জন, পোল্যান্ডে ৪২৯ জন, দক্ষিণ আফ্রিকায় ১৬১ জন, ফিলিপাইনে ৪৩ জন, কানাডায় ১৪৬ জন, মেক্সিকোতে ১৯৫ জন এবং ভিয়েতনামে ১৩৯ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.